ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২১ মে, ২০১৮

আখাউড়ায় শিক্ষকের মারধরে তিন শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনে এ ঘটনা ঘটে। আহতরা হলোÑ চতুর্থ শ্রেণির ছাত্র মারুফ সরকার, নীরব ভূইয়া ও লোকমান হোসেন। তাদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মাঈনুদ্দিন রনি ওই স্কুলের গণিত বিষয়ের শিক্ষক। আহত শিক্ষার্থীদের অভিযোগ, রমজান মাসেও তাদেও স্কুলে ছুটি নেই। রোববার সকাল ১১টার দিকে গণিত বিষয়ের ক্লাস চলাকালে শিক্ষক মাঈনুদ্দিন তাদের শরীরে স্কেল দিয়ে আঘাত করেন। একটি অঙ্ক না পারার অভিযোগ তুলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ করে আহতরা।

এ ব্যাপারে শিক্ষক মাঈনুদ্দিন রনির মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে স্কুলের প্রতিষ্ঠাতা শেখ মো. জুনায়েদ জানান, এ ঘটনায় তিনি মর্মাহত। সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist