নিজস্ব প্রতিবেদক

  ২০ মে, ২০১৮

১৫ সংগঠনের মানববন্ধন

ইফতারিসহ খাদ্যে ভেজাল ও বিষমুক্তের দাবি

ইফতারিসহ খাদ্যে ভেজাল ও বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামসহ (নাসফ) সমমনা ১৫টি সংগঠন। গতকাল শনিবার সকালে

পুরান ঢাকার চকবাজার জামে মসজিদের সামনে ‘পবিত্র রমজানে সুস্বাস্থ্য নিশ্চিতে ইফতারিসহ সব খাদ্য ভেজাল ও বিষমুক্ত চাই’Ñ দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে

বিষাক্ত খাদ্যের ভয়াবহতা বিবেচনায় ফরমালিন নিয়ন্ত্রণ আইন, নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র রমজানে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই ইফতারিসহ সব খাদ্য ভেজাল ও বিষমুক্ত নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা এবং গণমাধ্যমসহ সব স্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাসফ সাধারণ সম্পাদক তৈয়ব আলী, পবার সম্পাদক এমএ ওয়াহেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist