নিজস্ব প্রতিবেদক

  ০৯ মে, ২০১৮

কারলাইলকে আসতে বাধা দিচ্ছে সরকার : রিজভী

কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে যে আইনি পরামর্শক নিয়োগ দিয়েছে বিএনপি, সেই ব্রিটিশ আইনজীবী লর্ড অ্যালেক্স কারলাইলকে সরকার বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ এসেছে। দন্ডিত বিএনপি চেয়ারপারসনের জামিন প্রশ্নে আপিল বিভাগে গতকাল মঙ্গলবার শুনানি চলার মধ্যে নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার লিগ্যাল টিমের নতুন সদস্য ব্রিটিশ আইনজীবী কারলাইলকে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছে। রিজভী বলেন, ‘আমরা যে বারবার বলে এসেছি, প্রতিহিংসার বশবর্তী হয়ে দেশনেত্রীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে। কারলাইলের বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে। কারণ ব্রিটিশ এই আইনজীবী বলেছেন, নিম্ন আদালত যে অভিযোগে খালেদা জিয়াকে সোপর্দ করা হয়েছে, সে বিষয়ে তাকে অভিযুক্ত করার কিছু নেই, সাজা দেওয়া দূরে থাক।’ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন ‘ন্যায়বিচার’ পাবে বলে আশা করেছেন রিজভী। তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতে জামিনের শুনানি চলছে। আমরা আশা করব যে, বিচার বিভাগ সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন। সেখান থেকে আমরা ন্যায়বিচার পাব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist