নিজস্ব প্রতিবেদক

  ০৯ মে, ২০১৮

ফারমার্সের শেয়ার কিনতে ৪ ব্যাংকের বাধা দূর হলো

ফারমার্স ব্যাংকের শেয়ার কিনতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের আইনি বাধা দূর করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির তার ক্ষমতাবলে গতকাল দেওয়া এক আদেশে ব্যাংক কোম্পানি আইনের এই তিনটি ধারা পরিপালন থেকে ব্যাংক চারটিকে অব্যাহতি দিয়েছেন। বেসরকারি এ ব্যাংকটিকে বাঁচাতে ৭১৫ কোটি টাকার শেয়ার কিনবে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী ব্যাংকের প্রত্যেকে ১৬৫ কোটি টাকা করে ৬৬০ কোটি টাকার শেয়ার কিনবে। আর বাকি ৫৫ কোটি টাকার শেয়ার কিনবে রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ফারমার্স ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার ৫০০ কোটি টাকা। তবে বর্তমানে পরিশোধিত মূলধন রয়েছে ৪০১ কোটি টাকা। এখন পরিশোধিত মূলধন বাড়িয়ে এক হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার চেষ্টা চলছে।

গভর্নের আদেশে ফারমার্স ব্যাংকের শেয়ার কেনায় ব্যাংক কোম্পানি আইনের ১৪ (ক) ধারা এবং ২৬ (ক) ধারার বিধান পরিপালনে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংককে সাধারণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং আইসিবির পক্ষে তাদের সিইও বা ব্যবস্থাপনা পরিচালকদের ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক নিযুক্তির ক্ষেত্রে আইনের ২৩ (১) (ক) ধারার বিধান পরিপালন হতেও অব্যাহতি দেওয়া হয়েছে। আইনের ১৪ ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক কোম্পানি অন্য কোনো কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ার রাখতে পারবে না। ২৬ (ক) ধারা অনুযায়ী, কোনো ব্যাংক কোম্পানি অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে ধারণকৃত শেয়ার বাজারমূল্যে ওই ব্যাংক কোম্পানির আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের মোট পরিমাণের পাঁচ শতাংশের বেশি হবে না। ২৩ (১)-এর (ক) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক হলে একই সময়ে তিনি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না। এখন রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও আইসিবির ফারমার্স ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে এই ধারাগুলো প্রযোজ্য হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist