reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০১৮

সাহায্যের আবেদন

মাতৃহীন দুই সন্তানের জন্য বাঁচতে চান আবদুল জব্বার

মরণব্যাধি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরা আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চার মাস ধরে চিকিৎসাধীন হাফেজ আবদুল জব্বার। ওই হাসপাতালের তৃতীয় তলার ৫নং ওয়ার্ডের ১২নং বেডে অধ্যাপক ডা. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, তার লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন। তা না হলে ক্যানসার সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা দরকার। এ সংবাদ শুনে তার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের দুই সন্তান রয়েছে।

হাফেজ আবদুল জব্বার খাইলকুর আলিয়া মাদরাসার একজন প্রভাষক। তিনি জানিয়েছেন, মাতৃহীন দুই সন্তানের জন্য তিনি বাঁচতে চান। এত দিন মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সহযোগিতায় চিকিৎসার খরচ চালিয়েছেন। এত খরচ জোগান দেওয়া আর কারো পক্ষেই সম্ভব হচ্ছে না। এজন্য বিত্তবান ও প্রবাসী সহৃদয় মানুষের দ্বারস্থ হচ্ছেন তিনি। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা : হাফেজ আবদুল জব্বার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সঞ্চয়ী হিসাব নং : ২০৫০১৯১০২০২৬৯৪৬০৭ (অনলাইন)। ০১৯০৯০৩৯০৯৭ (বিকাশ), ০১৯০৯০৩৯০৯৭-০ (ডাচ-বাংলা ব্যাংক, রকেট)। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist