আকবর হোসেন, মনোহরগঞ্জ (কুমিল্লা)

  ০৮ মে, ২০১৮

দুই মেধাবীর জিপিএ-৫ অর্জন

দরিদ্রতাও হার মানাতে পারেনি দুই ভাইকে

কখনো খেয়ে আবার কখনো না খেয়ে লেখাপড়া চালিয়ে যায় আরিফ ও শরীফ। বাবা বিল্লাল হোসেন অটোরিকশা চালক। কষ্টে উপার্জিত টাকার বেশির ভাগ ব্যয় করেছেন ছেলেদের লেখাপড়ার পেছনে। তার স্বপ্ন ছেলেরা মানুষের মতো মানুষ হবে, ভালো ফল অর্জন করবে। তার স্বপ্ন সফল। চলতি এসএসসি পরীক্ষায় দুই ভাই মনোহরগঞ্জের মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেছে। দুজনেই বিজ্ঞান বিভাগের ছাত্র। তাদের বাড়ি উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি হলেও পায়ে হেঁটে আসা যাওয়া করতো তারা। বিল্লাল হোসেন আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমার খুবই ভাল লাগছে, আমি খুবই আনন্দিত। কষ্ট স্বার্থক হয়েছে। তাদের মা নাসরিন আক্তার জানান, দুই ছেলেকে লেখাপড়া করানোর জন্য আমরা অনেক কষ্ট করেছি। তবে আমরা আজ গর্বিত। আরিফরা চার ভাইবোন। তার মধ্যে আরিফ ও শরীফ দুই ভাই এবং তাদের আরেক ভাই হাফেজিয়া মাদরাসায় পড়ে, ছোট বোন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আরিফের স্বপ্ন ডাক্তার হওয়ার। শরীফ চায় ইঞ্জিনিয়ার হতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist