মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০৭ মে, ২০১৮

মনোহরগঞ্জ-লক্ষ্মণপুর-বিপুলাসার সড়ক

খুলবে যোগাযোগের নবদিগন্ত

তাজুল ইসলাম এমপির প্রতি কৃতজ্ঞতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সড়ক যোগাযোগের ক্ষেত্রে নবদিগন্ত সৃষ্টির লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী, নির্মিত হচ্ছে মনোহরগঞ্জ-লক্ষ্মণপুর-বিপুলাসার সড়ক। স্থানীরা জানিয়েছে এতে সড়ক যোগাযোগে মনোহরগঞ্জ উপজেলা নতুন যুগে প্রবেশ করবে। প্রতিটি গ্রাম থেকে পাকা সড়কে যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় যাতায়াত করা যাবে অতি সহজে। এতে উপকৃত হবে উপজেলার ১১টি ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষ।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার জানান, জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী এ বছর উপজেলায় বহু নতুন রাস্তা নির্মাণ ও মেরামত কাজ চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি সড়ক হলো মনোহরগঞ্জ-লক্ষ্মণপুর-বিপুলাসার নতুন সড়ক। সড়কটি সম্পূর্ণ নতুনভাবে করা হচ্ছে। মোট ২৪ ফিট সড়কের মধ্যে পাকাকরণ করা হবে ১৮ ফিট। ২০১৫-১৬ অর্থবছরে এ রাস্তাটির নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৬ দশমিক ৪১ কিলোমিটার সড়কের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে নয় কোটি ২৪ লাখ টাকা। মেসার্স মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে। রাস্তার মধ্যে বড় একটি বক্স কালভার্ট ও ১২টি ইউড্রেন কালভার্ট নির্মাণ করা হয়েছে। রাস্তাটির কাজ প্রায় শেষ পর্যায়ে শুধু কার্পেটিংয়ের কাজটি বাকি রয়েছে। আগামী ৩০ জুন কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। আবহাওয়া ভালো থাকলে খুব তাড়াতাড়ি কার্পেটিং শুরু হবে। বিপুলাসার ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান দুলাল জানান, এ রাস্তাটি হয়ে গেলে বিপুলাসার থেকে মানুষ সহজে উপজেলায় যেতে পারবে। রাস্তাটি দ্রুত কার্পেটিং করে দেওয়ার জন্য আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি। নতুন এ সড়কটি করে দেওয়ায় এলাকাবাসী মোঃ তাজুল ইসলাম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist