বগুড়া প্রতিনিধি

  ০৬ মে, ২০১৮

যশোহরের দলছুট হনুমান বগুড়ায়

যশোহরের কেশপুর থেকে দলছুট পুরুষ হনুমানকে অচেতন করে বগুড়া থেকে উদ্ধারের পর রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হলো। গতকাল শনিবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলা সদরের ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে থেকে ওই হনুমানকে ওষুধের মাধ্যমে অজ্ঞান করে খাচায় ভরে রাখা হয়। পরে হনুমানটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে নেওয়া হলে সেখানে হনুমানটির সুস্থতা পরীক্ষা নিরীক্ষা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

জানা যায়, যশোহরের কেশবপুর থেকে পুরুষ হনুমানটি একটি ফলের গাড়ি করে সিরাজগঞ্জ জেলায় এবং সেখান থেকে বগুড়ার শেরপুর এবং পরে বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলে আসে। হনুমানটি দুর্ঘটনার শিকার হতে পারে এমন ভেবে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও ওয়েস্ট নামের দুটি সংগঠনের নেতৃবৃন্দ হনুমানটিকে উদ্ধারের জন্য বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার এবং বগুড়ার সামাজিক বন বিভাগসহ সরকারের বিভিন্ন দফতরে অবহিত করে। পরে ঢাকা থেকে শনিবার বন্যপ্রাণী উদ্ধারকারী দল বগুড়ায় এসে হনুমানটিকে ওষুধ দিয়ে অজ্ঞান করে উদ্ধার করে। বগুড়া সামাজিক বন বিভাগের বনকর্মকর্তা (ডিএফও) সুবেদার ইসলাম জানান, ‘ধূসর হনুমান আমাদের দেশে খুব কম আছে। হনুমানটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে। সেখানে হনুমানটির সুস্থতা পরীক্ষা নিরীক্ষা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist