নিজস্ব প্রতিবেদক

  ০৫ মে, ২০১৮

বৈঠকের পর ফখরুল

খালেদা জিয়া ও দুই সিটি নিয়ে আলোচনা হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছি। আমরা সবকিছু আলোচনা করেছি দলীয় ফোরামে। আলোচনায় বেশি গুরুত্ব পেয়েছে আমাদের প্রধান নেতা খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয় ও দুই সিটিতে নির্বাচনের পরিস্থিতি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত দলের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, ‘আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছি। সবকিছু আমাদের দলের নীতিনির্ধারকরা অবগত আছেন। সময় বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

এছাড়া আগামীতে বিএনপি ও গণতান্ত্রিক শক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিভাবে কাজ করতে পারে সে বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে, বলেন বিএনপির এই নেতা। বিএনপি মহাসচিব বলেন, আজকের সভায় দলের নেতারা আগামী দিনে আমাদের করণীয় দিকগুলো নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থতা ও তার মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। তার সঙ্গে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist