চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ৩০ এপ্রিল, ২০১৮

শিবগঞ্জে জেএমবির ৫ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজিতপুরে অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও বিস্ফোরক উদ্ধার করা হয়। গত শনিবার রাত ২টার দিকে আটকের পর রোববার দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।

আটককৃতরা হলেনÑশিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মো. খিদির আলীর ছেলে মো. জিয়াউল হক ওরফে জিয়া ওরফে আবির ওরফে রঞ্জিত (৩৮), মৃত লুৎফর রহমানের ছেলে মো. বেলাদুল ইসলাম ওরফে বেলাল (৫০), আনারুল হকের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৪), গোয়াবাড়ী চাঁদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৩২), চাকলা গ্রামের মৃত আলিফ উদ্দিন খলিফার ছেলে মো. কামাল হোসেন (৩৫)।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর গোরস্তান সংলগ্ন একটি আম বাগানে বৈঠকের সময় তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৮০০ গ্রাম গানপাউডার পাওয়া যায়।

মাহবুব আলম জানান, জিয়াউল হক ওরফে জিয়া ওরফে আবির ওরফে রঞ্জিত অস্ত্র চালানোয় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। জিয়াউল বিভিন্ন এলাকায় অস্ত্র প্রশিক্ষণ দিতেন। তিনি সংগঠনের একজন দক্ষ অস্ত্র প্রশিক্ষক হিসেবে দেশের বিভিন্ন স্থানে হিযরত করে সংগঠনের সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিতেন।

ওই র‌্যাব কর্মকর্তার দাবি, রাজশাহী অঞ্চলের এক দায়িত্বশীলের নেতৃত্বে মাঠ পর্যায়ে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং জিয়াউল হকের অধীনে আরো কিছু সাথী ভাই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন অঞ্চলে কাজ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist