নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০১৮

স্পিকার বললেন

২০৪১ সালে দেশ হবে দারিদ্র্যমুক্ত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশে পরিণত হবে।

গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ করে বলেন, এ দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ফারজানা রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বিদ্যালয়ের সাবেক সভাপতি এনাজুর রহমান, পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ওয়াদুদ মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান রোমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম মফিজুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist