উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০১৮

উখিয়ায় মুচলেকায় মুক্ত ১৬ বিদেশি

পাসপোর্ট, ভিসা ও কাজের অনুমোদন ছাড়া কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার অভিযোগে আটক সেই ১৬ বিদেশি নাগরিককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলা, যাতায়াতের সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা ও বিকেল ৫টায় ক্যাম্প ত্যাগ করার শর্তে লিখিত মুচলেকা নিয়ে তাদের বৃহস্পতিবার মধ্যরাতে ছেড়ে দেয় পুলিশ। একই দিন সন্ধ্যায় তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, আটকদের মধ্যে ১২ জনের পাসপোর্ট এবং ভিসা সঙ্গে ছিল না এবং বাকি চারজনের বিজনেস ও টুরিস্ট ভিসা থাকলেও আরআরআরসির অনুমতি ব্যতীত তারা টেকনাফ এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতেন। এ কারণে তাদের আটকে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিদেশি নাগরিকরা এ দেশের আইনের প্রতি যাতে শ্রদ্ধাশীল থাকেন, সে কারণেই মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist