মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৮

মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করার দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির কোটা বাতিল না করার দাবিতে মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সংলগ্ন সড়কের দুই পাশে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল আজিজের নেতৃত্বে এ মানববন্ধনে অংশ নেন উপজেলার দেড় শতাধিক মুক্তিযোদ্ধা। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাস্টার শাহজাহান, ডা. মোক্তার হোসেন, মহরম আলী, মোস্তফা কামাল ফোরম্যান, আবু সাঈদ মজুমদার, শহিদ মিয়া, এনায়েত উল্লাহ, বজলুর রহমান, আবদুর রব সুবেদার, সোনা মিয়া সুবেদার, নুরুল আমিন চৌধুরী, মনির হোসেন, আবুল কালাম, সুবেদার আমির হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান মীর মোশারফ হোসেন বাবুল, আবদুল মোতালেব ও মিজানুর রহমানসহ অনেকে। মানবন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তার সুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানাচ্ছি, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির কোটা যেন বাতিল করা না হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist