হবিগঞ্জ প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ ৯, বিএনপি ৪

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ জোট নয়টি, বিএনপি চারটি ও স্বতন্ত্রপ্রার্থী একটি পদে জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট স্বদেশ বিশ্বাস এ ফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ৫৪৯ জন ভোটারের মধ্যে ৪৯৭ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান (স্বতন্ত্র) ২৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আ.লীগ) মো. নুরুল আমিন পেয়েছেন ১৮১ ভোট। মো. শহীদ মিয়া (বিএনপি) পেয়েছেন ৪২ ভোট। মো. জাবেদ আলী (জাতীয় পার্টি) ২৩২ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইলিয়াছ মিয়া (বিএনপি) পেয়েছেন ২১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম শফিক (বিএনপি) ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুহুল হাসান শরীফ (আ.লীগ) পেয়েছেন ২৩৪ ভোট।

যুগ্ম সম্পাদক (ফৌজদারী) পদে মো. আতাউর রহমান রবিন (আ.লীগ) জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জুনায়েদ মিয়া (বাসদ)। (দেওয়ানী শাখা) যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন (আ.লীগ) রাজীব কুমার দে ও লাইব্রেরি সম্পাদক পদে দিপক চক্রবর্তী (আ.লীগ)। ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী (আ.লীগ) জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জালাল আহমেদ (বিএনপি)। সিনিয়র সদস্যপদে নির্বাচিত হয়েছেন মিহির কান্তি চক্রবর্তী (আ.লীগ) শাহ মো. আবদুল আউয়াল (আ.লীগ), মো. আসাদুজ্জামান চৌধুরী (আ.লীগ), ফয়সাল আহমেদ চৌধুরী (বিএনপি)। জুনিয়র সদস্যপদে নির্বাচিত হয়েছেন, তাহনিম রুবানা চৌধুরী (আ.লীগ), মো. সেলিম আহমেদ (বিএনপি), ও মো. সাজিদুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist