সংসদ প্রতিবেদক

  ১১ এপ্রিল, ২০১৮

পদত্যাগ করলেন তালুকদার আবদুল খালেক

পদত্যাগ করেছেন বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। গতকাল মঙ্গলবার তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর ফলে তার আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার। জাতীয় সংসদ চলাকালীন তিনি ওই আসন শূন্য-সংক্রান্ত ঘোষণা পাঠ করেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মনোনিত হওয়ায় এমপি পদ ছেড়ে দিতে হলো তালুকদার আবদুল খালেককে। এর আগে গত সোমবার সংসদের সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আগামী দু-এক দিনের মধ্যে স্পিকারেরর কাছে পদত্যাগ করবেনও বলেও সেদিন তিনি জানান।

সেদিন কান্নাজড়িত কণ্ঠে তালুকদার খালেক বলেন, আমি এই সংসদে ১৯৯১, ৯৬ এবং ২০০১ নির্বাচনে জয়ী হই। এরপর ২০১৪ সালে বাগেরহাট-৩ থেকে পুনরায় নির্বাচিত হয়েছি। আমি ২০০৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনে মেয়র হিসেবে জয়লাভ করি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist