চট্টগ্রাম ব্যুরো

  ১১ এপ্রিল, ২০১৮

জলাবদ্ধতা নিরসন-মশক নিয়ন্ত্রণ চট্টগ্রামে ‘ক্র্যাশ প্রোগ্রাম’

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন ও মশক নিয়ন্ত্রণের জন্য ২৫ দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ গতকাল মঙ্গলবার সকালে আন্দরকিল্লা থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি নালা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন এবং মশার ডিম ধ্বংসকারী ‘লার্ভিসাইড’ স্প্রে করে ২৫ দিনব্যাপী ৪১টি ওয়ার্ডের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ উদ্বোধন করেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী ৫ মে পর্যন্ত বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান থাকবে। কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্ন সেবক সকলে মিলে নগরীর ৪১টি ওয়ার্ডে একসঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান প্রতিমাস অন্তর অন্তর পরিচালিত হবে। তিনি বলেন, যেকোনো ঝুঁকি নিয়ে নান্দনিক ও পরিবেশ বান্ধব নগর গড়ার প্রত্যয় বাস্তবায়ন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist