সংসদ প্রতিবেদক

  ১১ এপ্রিল, ২০১৮

সংসদে প্রতিবেদন

সেনানিবাস বিলের পরিবর্তে ক্যান্টনমেন্ট আইন

১৯২৪ সালের তৈরি ক্যান্টনমেন্ট আইন আরো যুগোপযোগী করতে সেনানিবাস আইন নামে একটি বিল সংসদে উত্থাপন করা হয় গত বছরের ১৪ নভেম্বর। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক ওইদিন সংসদে বিলটি উত্থাপন করেন। পরে তা যাচাই-বাছাই ও পরীক্ষা-নীরিক্ষা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি বেশ কয়েকটি বৈঠক করে বিলটিতে ব্যাপক সংশোধন ও বিয়োজন করে। গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে ওই বিলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া রিপোর্ট উপস্থাপন করেন। সংসদে উত্থাপিত প্রতিবেদনে বিলের নাম পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে। সেনানিবাস বিলের পরিবর্তে রাখা হয়, ক্যান্টনমেন্ট আইন-২০১৮।

বিলে সংসদীয় কমিটির সুপারিশে বলা হয়েছে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রত্যেক ক্যান্টনমেন্টের জন্য একটি ক্যান্টনমেন্ট বোর্ড গঠন করতে পারবে। এবং প্রত্যেক ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য একজন এক্সিকিউটিভ অফিসার থাকবেন। সরকার আবশ্যক মনে করলে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো নৌঘাঁটি বা বিমান ঘাঁটির জন্য বোর্ড গঠন করতে পারবে। সেক্ষেত্রে এই আইনের বিধানাবলি, প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে উক্তরূপ বোর্ডের জন্যও প্রযোজ্য হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist