নিজস্ব প্রতিবেদক

  ১০ এপ্রিল, ২০১৮

আন্দোলনকারীদের ওপর হামলায় বিএনপির নিন্দা

চাকরিতে কোটা সংস্কারের চলমান আন্দোলনে পুলিশ ও ক্ষমতাসীনদের হামলার ঘটনায় উৎকণ্ঠা প্রকাশ করেছে বিএনপি। সেইসঙ্গে আন্দোলনকারীদের ওপর পুলিশি ও সরকারি দলের ছাত্র সংগঠনের বলপ্রয়োগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। গতকাল সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ উৎকণ্ঠা প্রকাশ করেন। তিনি বলেন, আন্দোলনে যে কোটার কথা বলা হচ্ছে, তার সঙ্গে দেশের চার কোটি শিক্ষিত যুবসমাজের জীবন-জীবিকার প্রশ্ন জড়িত। বিষয়টি নিয়ে বিএনপির নীতি-নির্ধারণী কমিটি অবগত আছে এবং তারা উৎকণ্ঠিত।

মির্জা ফখরুল বলেন, বিএনপির যে ভিশন ২০৩০ দিয়েছে, সেখানে কোটা বিষয়ে একটি প্রস্তাবনা আছে। মেধার মূল্যায়ন নিশ্চিতে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জাতিগোষ্ঠীর কোটা ব্যতিরেখে বাকি কোটা বাতিল করা হবে। বিএনপি মহাসচিব আরো বলেন, রোববার রাতে পুলিশ এবং ছাত্রলীগের ক্যাডাররা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে বিনা উসকানিতে সহিংস তান্ডব চালিয়েছে। আমরা এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, পুলিশের সঙ্গে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা মিলে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলা চালিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist