রাজশাহী অফিস

  ০৩ এপ্রিল, ২০১৮

বালুঘাট নিয়ে দ্বন্দ্ব

রাজশাহীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বেন্টুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কাটাখালি পৌরবাসী। গতকাল সোমবার বিকেল সোয়া ৫টার দিকে কাটাখালি এলাকার মাসকাটাদিঘি বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। এ সময় এলাকাবাসীর বিরুদ্ধে বালুদস্যু বেন্টুর দায়েরকৃত মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এ বিষয়ে কাটাখালি পৌর মেয়র আব্বাস আলী গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিদিনের সংবাদকে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাদে অবৈধভাবে বালু উত্তোলন করে বেন্টু পুরো রাজশাহীবাসীকে জিম্মি করে রেখেছে। নিজ স্বার্থ হাসিলের জন্য জাতির জনকের গড়া এই বৃহত্তর দলটির সুনাম নষ্ট হচ্ছে। তার হাত থেকে রাজশাহীবাসী মুক্তি চায়। কারণ অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কাটাখালি পৌরবাসী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষতিপূরণ বেন্টু দিতে পারবে না। সে ভয়ভীতি দেখাচ্ছে বাধা দিলে মামলা দিয়ে হয়রানিও করছে। দলীয় প্রভাব খাঁটিয়ে ডিসি অফিস থেকে গোপনে বালুমহাল ইজারা নিয়েছে।’

মেয়র আব্বাস আলী আরো বলেন, ‘গত ২২ মার্চ বেন্টুর ক্যাডার বাহিনীকে বিক্ষুব্ধ জনতা বালুঘাট থেকে বিতাড়িত করে দেয়। এতে প্রতিবাদী এলাকার ১১ জনের নামে আজিজুল হক বেন্টু থানায় অভিযোগ দেয়। কিন্তু সে অভিযোগের সত্যতা না থাকায় আদালতে মামলা করে। এলাকাবাসী এখন মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় বিক্ষোভ মিছিল করেছে।’ আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিদিনের সংবাদকে জানান, ‘আমি ডিসি অফিসের মাধ্যমে সরকারি নীতি প্রক্রিয়ায় বালুঘাট নিয়েছি। কিন্তু পৌর মেয়র আব্বাস আলী কাটাখালি এলাকার একটি ঘাট জোর করে দখলের চেষ্টা করছে। গত মার্চের ২২ তারিখে আমার লোকজনকে মারধর করে অর্থ ছিনিয়ে নিয়েছে। স্থানীয় এমপির ছত্রছায়ায় ওই এলাকার ঘাটটি দখলের পাঁয়তারা করছেন। যে কারণে থানা পুলিশ আমার মামলা নথিভুক্ত করেনি। পরে বাধ্য হয়ে আদালতের আশ্রয়ই নিয়েছি। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা। আর ঘাট দখলের জন্য আব্বাস তার লোকজন দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়– মিছিল করাচ্ছে। যার খেসারত তাকে দিতে হবে।’ এ বিষয়ে সম্প্রতি যোগদানকারী রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) এস এম আবদুল কাদের প্রতিদিনের সংবাদকে বলেন, ‘আমার জানা মতে বিধি মোতাবেকই বেন্টু সাহেব বালুমহাল ইজারা নিয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist