মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০১ এপ্রিল, ২০১৮

রাষ্ট্রপতি কাল পদ্মা সেতু পরিদর্শনে যাচ্ছেন

নির্মাণাধীন স্বপ্নের পদ্মা সেতুর কর্মযজ্ঞ পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামীকাল সোমবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পদ্মা সেতু এলাকায় যাবেন তিনি। রাষ্ট্রপতি প্রথমে মাওয়া প্রান্ত পরিদর্শন করবেন। পরে জলযানে জাজিরা প্রান্ত যাবেন। সেতুর কাজ পরিদর্শন শেষে জাজিরা প্রান্তে রেস্ট হাউসে রাত যাপন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিজেদের অর্থায়নে নির্মাণাধীন স্বপ্নের পদ্মা সেতুর ৫৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর চারটি পিলারের ওপর স্প্যান বসেছে তিনটি। এ নিয়ে ৪৫০ মিটার সেতু দৃশ্যমান হয়েছে। সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।

ইউএনও জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে সার্ভিস এরিয়া-২ এ অবতরণ করবেন। এখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। তারপর দুপুরের খাবার খেয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ ঘুরে দেখবেন রাষ্ট্রপতি। বিকালে তিনি জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া-১ এ চলে যাবেন। সেখানে সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পর দিন সকালে আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি। মো. মনির হোসেন আরো বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে নানা প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist