কেরানীগঞ্জ প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০১৮

কেরানীগঞ্জ হবে উন্নয়নের রোল মডেল বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সারা দেশে উন্নয়নের রোল মডেল হবে কেরানীগঞ্জ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কেরানীগঞ্জে বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ১৮০০ কোটি টাকা ব্যয়ে গ্যাসের নতুন লাইন স্থাপন করা হচ্ছে। উপজেলার ২০০ একর জমির ওপর স্টেডিয়াম নির্মিত হচ্ছে। স্টেডিয়ামের পাশে থাকবে ৮০ ফুট প্রশস্ত সড়ক। এ ছাড়া প্রায় ২০০ একর জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস চালু হতে যাচ্ছে। স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্য নাম্বার অব দ্য সিভিল মেরিট অর্ডার’ পুরস্কার পাওয়ায় গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয় শুভাঢ্যা ইউনিয়নের জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। কিন্তু বিগত সময়ে বিএনপি জোট সরকার গঠন করে উন্নয়নের নামে লুটপাটের রাজনীতি করেছে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে না পারলে এ উন্নয়ন লুটপাট হয়ে যাবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কার কোনো বিকল্প নেই।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউপির চেয়ারম্যান মো. জজ মিয়া, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, সাবেক সহ-সভাপতি এইচএম মেহেদী হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বর ও কোন্ডা ইউপির সদস্য মো. রফিক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist