চট্টগ্রাম ব্যুরো

  ৩১ মার্চ, ২০১৮

চট্টগ্রামের নাজিরহাট পৌরসভায় বিএনপি প্রার্থী জয়ী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী এম এম সিরাজ উদ-দৌলা মেয়র নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পর রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার মনির উদ্দিন ফল ঘোষণা করেন।

এতে দেখা যায়, নাজিরহাট পৌরসভায় প্রথম নির্বাচনে ধানের শীষ প্রতীকে সিরাজ উদ-দৌলা পেয়েছেন নয় হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৯২ ভোট। স্বতন্ত্রপ্রার্থী এম হায়াত জগ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৩০ ভোট, মুঠোফোন প্রতীকের আলী আজম ছাদেক তিন হাজার ২৬২, নারকেল গাছ প্রতীকের আনোয়ার পাশা দুই হাজার ৩২৬ ভোট, তরকিত ফেড়ারেশনের ফুলের মালা প্রতীকের শাহজালাল ৭৯৬ ভোট। মোট ভোটারের ৬২ শতাংশ ভোট দিয়েছেন।

অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের উপনির্বাচনে জাহাঙ্গীর আলম চৌধুরী ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম এই ফলাফল জানান। গোসাইলডাঙ্গা ওয়ার্ডের উপনির্বাচনে জাহাঙ্গীর আলম দুই হাজার ৮৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাটিম প্রতীকের মোরশেদ আলী পান দুই হাজার ৮৫৫ ভোট। এই নির্বাচনে ৩৪ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist