নিজস্ব প্রতিবেদক

  ৩০ মার্চ, ২০১৮

নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি সমন্বয়ের দাবি

নির্মাণ খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নির্মাণ সামগ্রীর মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই)। একই সঙ্গে সিন্ডিকেটের মাধ্যমে এমএস রড ও সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি করে নির্মাণ খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করারও দাবি জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মনির উদ্দিন বলেন, গত নভেম্বর থেকে এমএস রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনো নিয়মনীতি না মেনে অস্বাভাবিক এবং অব্যাহত রডের মূল্য বাড়িয়ে চলেছে। মূল্য বৃদ্ধির পেছনে পরিবহন খরচ, ডলারের দাম বৃদ্ধি, ব্যাংকের সুদের হার বৃদ্ধির কারণ দেখিয়েছে। তবে এ মূল্য বৃদ্ধির পরিমাণ অস্বাভাবিক। সংবাদ সম্মেলনে জানানো হয়, এমএস রড ও সিমেন্টের সিন্ডিকেট ভাঙা না গেলে অন্যান্য নির্মাণ সামগ্রীর দামও বেড়ে যাবে। বিষয়টি দেখতে সরকারের প্রতি দ্রুত প্রাইজ অ্যাডজাস্টমেন্ট ক্লোজ ২৭.৯ কার্যকর করার দাবি জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist