মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০১৮

মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ৩

মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার মিঠাছড়া বাজারের শাহজাহান বেকারির সামনে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মী বাপ্পী ইসলাম, ইমন ও আরমান আহত হন। তাদের মধ্যে বাপ্পী ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। জানা গেছে, যুবলীগ কর্মী নুর হোসেন আরিফ ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুবেলের গ্রুপের সঙ্গে উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক কফিল উদ্দিন রিহাব গ্রুপের দীর্ঘদিন ধরে গ্রুপিং চলে আসছিল। যুবলীগ কর্মী নুর হোসেন আরিফ অভিযোগ করেন, গত ২৬ মার্চ মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তার গ্রুপের ছেলেদের সঙ্গে রিহাব গ্রুপের ছেলেদের কথাকাটাকাটি হয়। এ সময় স্কুল ক্যাম্পাসের বাইরে শাহজাহান বেকারির সামনে তাদের গ্রুপের ছাত্রলীগ কর্মী ইমন ও আরমানকে মেরে আহত করে রিহাব গ্রুপের পৃথিবী, রিয়াজ, আমজাদ, রাজুর নেতৃত্বাধীন ছাত্রলীগের কর্মীরা। পরবর্তীতে তাদের গ্রুপের ছাত্রলীগ কর্মী বাপ্পী ইসলাম মিঠাছড়া বাজারে গেলে অতর্কিতভাবে তার ওপরও হামলা করে রিহাব গ্রুপের কর্মীরা।

এতে বাপ্পীর মাথা, পিঠ ও হাতে দায়ের কোপ লাগে। বাপ্পী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন রিহাব বলেন, গত সোমবারের ঘটনায় আমি ছিলাম না। সন্ধ্যায় শুনেছি বাপ্পী আহত হয়েছে। এই কথা বলে তিনি সংযোগ বিছিন্ন করে দেন।

মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist