বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২৬ মার্চ, ২০১৮

যশোরে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৪

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারে থাকা নারী-শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল রোববার বিকেলে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের যদুনাথপুর হাড়িখালিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলমগীর হোসেন (৩৪), নজরুল ইসলাম (৫৫), রোখসানা খাতুন (২৫) ও শিশু সুমন (৮)। আহতরা হলেন, আশরাফ হোসেন (৩০), অঙ্কন (৭), আমেনা বেগম (৩৫) এবং শারমিন (২০)।

নিহতদের মধ্যে আলমগীর হোসেন শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে, থ্রি-হুইলার চালক নজরুল ইসলাম একই উপজেলার বাগঁআচড়া গ্রামের আবদুল ওহাবের ছেলে, রোখসানা খাতুন বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের লিটনের স্ত্রী এবং আট বছর বয়সী সুমন একই উপজেলার সনাতনকাঠি গ্রামের শাহাজান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাভারন-সাতক্ষীরা মহাসড়কের যদুনাথপুর হাড়িখালিতে একটি থ্রি-হুইলার যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক থ্রি-হুইলারেিক পেছন থেকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারে থাকা আট যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের সাতজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পথে আশরাফ হোসেন ও রোখসানা নামে দুইজন মারা যান। অন্যদিকে, থ্রি-হুইলারের চালক নজরুল ইসলামকে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙাকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন নামের শিশুটি।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে হাসপাতালে আনার আগেই নারীসহ দুজন মারা গেছেন। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে চালকসহ আটক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist