আদালত প্রতিবেদক

  ২৬ মার্চ, ২০১৮

খালেদার কয়লাখনি দুর্নীতি মামলার শুনানি ২৬ এপ্রিল

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ এপ্রিল। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হোসনে আরা বেগম দিন ধার্যের এ আদেশ দেন। এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল রোববার। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করে। এতে বলা হয়, মামলায় আসামিপক্ষে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে। তাই শুনানি মুলতবি রাখা প্রয়োজন। শুনানি শেষে আদালত নতুন দিন ধার্য করেন। খালেদা জিয়া অন্য একটি মামলায় কারাগারে আটক রয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করে। মামলায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই বছর ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। খালেদা জিয়া ছাড়া অভিযোগপত্রভুক্ত আসামি হলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist