জাবি প্রতিনিধি

  ২৬ মার্চ, ২০১৮

জাবিতে ২ কিমি দীর্ঘ আলপনা

২৫ মার্চ কালরাতের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে দুই কিমি দীর্ঘ আলপনা আঁকা হচ্ছে। রোববার বিকেল ৩টার দিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই আলপনা অঙ্কনের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য দেশের স্বাধীনতা রক্ষার্থে ও শক্তিশালী জাতি বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সিকদার মো. জুলকারনাইন প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী আয়োজিত মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এই আলপনা আঁকা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist