কূটনৈতিক প্রতিবেদক

  ২৬ মার্চ, ২০১৮

পররাষ্ট্র সচিবের সঙ্গে

থারওয়াতের বৈঠক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মিসর

রোহিঙ্গা ইস্যুতে মিসর বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী খালেদ থারওয়াত। গতকাল রোববার ঢাকায় পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন থারওয়াত। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ওই বৈঠক হয়।

মিসরের সহকারী পররাষ্ট্রমন্ত্রী খালেদ থারওয়াত বলেন, ‘মিসর তার অতীত অভিজ্ঞতা থেকে ভালো করেই জানে এ ধরনের শরণার্থীদের চাপ মোকাবিলা করা কতটা কঠিন, যা এখন বাংলাদেশকে অভিজ্ঞতা নিতে হচ্ছে।’

পরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতা স্মারকের আওতায় মিসর ও বাংলাদেশের নবীন কূটনীতিকরা একে অন্যের দেশে গিয়ে অভিজ্ঞতা নিতে পারবেন। এ সময় ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসেলদিন উপস্থিত ছিলেন।

গত বছর আগস্টের শেষদিকে মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে থাকে। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে এসব রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। সরকারি হিসাব অনুযায়ী দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন ৯ লাখেরও বেশি। কক্সবাজার ও বান্দরবানে রোহিঙ্গাদের জন্য করা হয়েছে একাধিক আশ্রয় কেন্দ্র। এর মধ্যে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ও বালুখালীতে করা হয়েছে বড় ধরনের আশ্রয় কেন্দ্র।

বিশ্বের প্রভাবশালী একাধিক দেশ ও সংস্থা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে। একইসঙ্গে বিভিন্ন দেশ ও সংস্থা থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্য করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist