নিজস্ব প্রতিবেদক

  ২৬ মার্চ, ২০১৮

এরশাদের সভা নিয়ে প্রশ্ন কেন : কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে এরশাদের জনসভা করার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি নিবন্ধিত বৈধ রাজনৈতিক দল। আমরা যাকে স্বৈরাচার বলি, তার পতনের কয়েক মাসের মধ্যে নির্বাচনে তিনি পাঁচ আসনে জয়ী হয়েছিলেন। এখন সংসদে বিরোধী দল হিসেবে আছে। বৈধ রাজনৈতিক দল হিসেবে তার সভা-সমাবেশ নতুন কিছু নয়। সোহরাওয়ার্দীতে সভা করা নিয়ে কেন প্রশ্ন আসবে।’ গতকাল রোববার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিসির নতুন বাস সেবার উদ্বোধন করতে এসে জাতীয় পার্টির মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।

আওয়ামী লীগ এক সময় এরশাদবিরোধী আন্দোলন করেছিল, সেই দৃষ্টিকোণ থেকে জাতীয় পার্টির শনিবারের সমাবেশ নিয়ে খারাপ লেগেছে কিনাÑ এমন প্রশ্নে কাদের বলেন, ‘এ দেশে খারাপ লাগার আরো বিষয় আছে। সেগুলো তো হজম করে যাচ্ছি।’

জার্মান এক গবেষণা সংস্থার প্রতিবেদনে বাংলাদেশকে স্বৈরশাসনে থাকা দেশের কাতারে ফেলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ‘এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমাদের দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ ও এইচটি ইমাম সাহেব এ বিষয়ে কথা বলেছেন। তবে আমি এইটা বুঝি, যেই মুহূর্তে জাতিসংঘ আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিক স্বীকৃতি দিল। সেই মুহূর্তে এই রিপোর্ট কেন? এইটা আমার প্রশ্ন।’

একাত্তরের কালরাতের স্মরণে ২৫ মার্চ যারা ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করে না, তাদের ‘পাকিস্তানের দোসর’ বলেছেন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা এই দিবস পালন করছে না, করবে না, তারা পাকিস্তানের স্বার্থ রক্ষা করছে। এই দেশে কারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে? কারা জঙ্গিবাদে মদদ দিচ্ছে, এটা মানুষ জানে। এরা পাকিস্তানের বন্ধু হিসেবেই পরিচিত।’ ওবায়দুল কাদের বলেন, ‘যারা পালন করছে না, তাদের বাংলাদেশের মানুষ কী ভাববে? পাকিস্তানের দোসর। যারা এই গণহত্যার দায় স্বীকার করেনি, দুঃখ প্রকাশ করেনি, অনুতাপ করেনি, পাকিস্তানের সেই বন্ধুরাই গণহত্যা দিবস পালন করে না।’

বিআরটিসির নতুন বাস : এই অনুষ্ঠানে তিনটি নতুন রুটে বিআরটিসির বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। ‘ঊষা’, ‘অফিস যাত্রী’ ও ‘উত্তরা সার্কুলার’ নামের এই বাসগুলো সদরঘাট থেকে আবদুল্লাহপুর, খিলক্ষেত থেকে মতিঝিল এবং উত্তরার বিভিন্ন সেক্টরের মধ্যে চলাচল করবে।

??ওবায়দুল কাদের বলেন, ২৩টি নতুন রুটে ৬৫টি গাড়ি চালু করা হয়েছে। আজকেও তিনটি রুটে বিআরটিসির ১০টি গাড়ি যাবে। দীর্ঘদিন মেরামত না হওয়ায় অনেকগুলো গাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। সে রকম ১২০টি গাড়ি চালু হয়েছে।

ভারত থেকে ৫০০ ট্রাক, ২০০ দোতলা বাস এবং ১০০ নন এসি গাড়ির আনার বিষয়ে শিগগিরই টেন্ডার হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে এসব বাস বিআরটিসির বহরে যুক্ত হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist