চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৩ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে ১০টি সোনার বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা বারের ওজন এক কেজির বেশি। গত বুধবার পরিত্যক্ত অবস্থায় এসব বারগুলো উদ্ধার করা হয়। বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী জানান, সোনামসজিদ স্থলবন্দরের ১ নম্বর গেট এলাকা থেকে বারগুলো উদ্ধার করা হয়। গোপন খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, সেখানে কাউকে পাওয়া যায়নি। পরিত্যক্ত অবস্থায় এসব সোনা উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে। এগুলোর আনুমানিক বাজারদর ৫০ লাখ টাকা। এগুলো ভারতে পাচার করার জন্য আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে এ সীমান্তে সোনা আটকের ঘটনা ঘটেনি।

চোরাচালানিরা চঁাঁপাইনবাবগঞ্জকে সোনা পাচারের ভবিষ্যৎ রুট হিসেবে গণ্য করছে বলে বিজিবির ধারণা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist