নিজস্ব প্রতিবেদক

  ২৩ মার্চ, ২০১৮

সৌহার্দ্য বাড়াতে বরিশাল কলকাতায় বাস সার্ভিস

বাংলাদেশ-ভারতের মধ্যে সৌহার্দ্য বাড়াতে এবার কলকাতার সঙ্গে বরিশালের সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে। দিন তারিখ চূড়ান্ত না হলেও চলতি বছরেই এই বাস সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। গত বুধবার কলকাতায় দুই দেশের সংশ্লিষ্টদের এক বৈঠকে কলকাতা-বরিশাল-কলকাতা রুটের পাশাপাশি কলকাতা-চট্টগ্রাম রুটেও সরাসরি বাস সার্ভিস নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

ওই বৈঠক সূত্র জানায়, দুটি রুটের বিষয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সরকার ইতিবাচক। তবে এক্ষেত্রে দিল্লির সবুজ সংকেত পেলেই দ্রুততার সঙ্গে রুট দুটি চালু হবে বলে আশা সংশ্লিষ্টদের। যদিও পদ্মা সেতু চালু হওয়ার পরই কলকাতা-চট্টগ্রাম-কলকাতা রুটের বাস সার্ভিস চালু হবে। তবে এর আগেই এ বছরের শেষ দিকে কলকাতা-বরিশাল-কলকাতা রুটের বাস সার্ভিস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্যামলী পরিবহন কলকাতা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে। সংস্থাটির কর্ণধার অবনী ঘোষ বলেন, বুধবার কলকাতার ইকোপার্কের গেস্ট হাউসের বৈঠক ইতিবাচক হয়েছে। সেখানে দিল্লির প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের বিআরটিসির চেয়ারম্যান, সচিব, বিজিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist