নিজস্ব প্রতিবেদক

  ২২ মার্চ, ২০১৮

বিএনপির নিজেদের আইনজীবীদের প্রতি আস্থা নেই : নাসিম

নিজেদের আইনজীবীদের প্রতি আস্থা না থাকায় দুর্নীতির দায়ে দ-িত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় বিএনপি বিদেশি আইনজীবীকে নিয়োগ দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ রিচার্স সেন্টারের (ইউএমসিআরসি) রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই মন্তব্য করেন।

উল্লেখ্য, বিএনপি ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে খালেদা জিয়ার মামলায় আইনি পরামর্শক নিয়োগ দেওয়ার কথা গত মঙ্গলবার জানিয়েছে।

মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার মামলায় বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, নিজের আইনজীবীর প্রতি কোনো আস্থা বা বিশ্বাস নেই বলে তিনি (খালেদা জিয়া) একজন বিদেশি আইনজীবীকে নিয়োগ করেছেন। সেই আইনজীবী কে? সেই আইনজীবী হলো, ওই একাত্তরের ঘাতক সালাহ উদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলীর আইনজীবী হয়েছিলেন, লন্ডনের সেই আইনজীবী। যিনি একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী সালাহ উদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেমের মামলায় লড়েছেন ও আইনি সহায়তা দিয়েছেন তাকেই কেন আনতে হবে। কারলাইলকে নিয়োগ দানের মধ্য দিয়ে বিএনপির দেউলিয়াত্ব আবারও ফুটে উঠেছে বলেও মনে করেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গাদের যেন মিয়ানমার তাদের দেশে ফিরিয়ে নেয়, সে বিষয়ে চাপ দিতে হবে।

আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়ের মমতা নিয়ে অর্থাৎ সম্পূর্ণ মানবিক কারণে তাদের প্রাথমিকভাবে আশ্রয়, খাবার ও স্বাস্থ্যসেবা দিয়েছেন। সেখানে আমরা নিয়মিত বিভিন্ন চিকিৎসাসেবা চালু রেখেছি।

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইউএমসিআরসি এর প্রধান গবেষক অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের উপদেষ্টা এ কে এম জাফর উল্লাহ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist