নিজস্ব প্রতিবেদক

  ২০ মার্চ, ২০১৮

কাঠমান্ডু ট্র্যাজেডি

ফিরলেন কবির শাহীনের ক্ষতের পরিমাণ বেশি

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত কবির হোসেন দেশে ফিরেছেন। এ নিয়ে দুর্ঘটনায় আহত হওয়া মোট সাত বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল সোমবার বিকেলে লাশ বহনকারী বিমানবাহিনীর বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কবির হোসেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে ফেরা অন্য ছয়জনকেও সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আহত যে ছয়জনের মধ্যে শাহীনের অবস্থা সবচেয়ে গুরুতর। তার পরে সবচেয়ে বেশি গুরুতর রয়েছে শাহরিনের অবস্থা।

গতকাল ঢাকায় ফেরা কবির হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের মাঝের চরে। পরিবার নিয়ে তিনি ঢাকার উত্তরখানে থাকেন।

কবির হোসেনের স্ত্রী হেনা কবির জানান, তার স্বামী কসমেটিকস ব্যবসা করতেন। ব্যবসার কাজে তিনি নেপাল গিয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist