শাবি প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০১৮

১৫ দিন বিশ্রামে থাকবেন অধ্যাপক জাফর ইকবাল

লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল আজ থেকে ১৫ দিনের বিশ্রামে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সায়া ১টার দিকে সিলেট থেকে বেসরকারি একটি বিমানে করে ঢাকার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে শাবি ক্যাম্পাসের টিচার্স কোয়ার্টারের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন মুহম্মদ জাফর ইকবাল। এ সময় জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক ও মেয়ে ইয়েশিম ইকবাল সঙ্গে ছিলেন।

বিমানবন্দরে যাওয়ার আগে তিনি বাসার নিচে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সবার কাছে বার্তার বিষয়ে জাফর ইকবাল বলেন, ‘আমি যেটার মধ্য দিয়ে গিয়েছি, এত সহজে বেঁচে আসার কথা ছিল না। আমি নিশ্চিত যে অসংখ্য মানুষ আমার জন্য দোয়া করেছেন এবং তাদের দোয়ার কারণে আমি বেঁচে গিয়েছি।’

তিনি বলেন, ‘ছোট ছোট বাচ্চারা অসংখ্য চিঠি কালকে আমাকে দিয়েছে, আমি বসে বসে পড়ছিলাম। সবাই আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, সে ভালোবাসার প্রতিদান দেওয়া আমার পক্ষে আসলে সম্ভব নয়।’

জাফর ইকবাল বলেন, ‘আমি সবাইকে জানাচ্ছিÑআমি ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমাকে নতুন একটা জীবন দেওয়া হলো, আমি সবাইকে বলব ওরা যেন দোয়া করে যাতে আমি বাড়তি যে সময়টা পেয়েছি, এ সময়টাতে তাদের জন্য কিছু করতে পারি। আমাকে যেন খোদা সেই ক্ষমতা দেন। আমাদের দেশটা এত সুন্দর একটা দেশ। এত মানুষ তার জন্য প্রাণ দিয়েছে। ওরা দেশটাকে ভালোবাসুক, ওরা দেখবে যে দেশটাও ওদের ভালোবাসবে। কাজেই আমি সবাইকে বলি, এত সুন্দর একটা দেশ, তোমরা সবাই এই সুন্দর দেশটাকে ভালোবাসো।’

অবসরে না গিয়ে ক্যাম্পাসে থেকে যাওয়ার শিক্ষার্থীদের আবদারের ব্যাপারে তিনি বলেন, অফিসিয়ালি আমার যদি রিটায়ারমেন্ট হয়েও যায়, তবুও তো এটা আমার ইউনিভার্সিটি। আমার কখনই মনে হবে না এখানে এলে যে, আমি অন্য কোথাও এসেছি। তাই আমি অফিসিয়ালি আছি কি না আছি, তাতে কিছু আসে যায় না। এটা আমার ইউনিভার্সিটি এবং আমৃত্যু এটা আমার ইউনিভার্সিটি থাকবে।’

জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন বলেন, স্যার ডাক্তারদের পরামর্শ মতো ১৫ দিনের বিশ্রামে যাচ্ছেন। বিশ্রামের দিনগুলো তিনি বই পড়ে ও লেখালেখি করে কাটাবেন। তবে ক্যাম্পাসে ফেরার দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist