নিজস্ব প্রতিবেদক

  ১৫ মার্চ, ২০১৮

বিমান দুর্ঘটনা

আহতদের চিকিৎসায় নেপাল যাচ্ছেন ৭ চিকিৎসক

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের আহত যাত্রীদের চিকিৎসা দিতে নেপাল যাচ্ছেন বাংলাদেশের সাত চিকিৎসক। ঢাকা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক লুৎফর কাদির লেলিনের নেতৃত্বে অগ্নিদগ্ধদের চিকিৎসায় পারদর্শী এই চিকিৎসক দল যাচ্ছে।

ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘বিমান দুর্ঘটনায় আহত পোড়া রোগীদের চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ চিকিৎসক দল গঠন করা হয়েছে। সাত চিকিৎসক আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নেপালের উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি।

গত সোমবার নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার বিমান। এতে ৭১ আরোহীর মধ্যে পাইলটসহ ৪৯ জনের মৃত্যু হয়। নিহতদের ২৬ জন ছিলেন বাংলাদেশি।

দুর্ঘটনায় আহত ১০ জন কাঠমান্ডুতে হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের সবার গায়ে আগুনের ক্ষত, কেননা বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে গিয়েছিল।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল হাসানের তথ্য অনুযায়ী, আহত ১০ জনের মধ্যে ইমরানা কবির হাসি, শাহরিন আহমেদ, শেখ রাশেদ রুবাইয়াত, আলমুন নাহার অ্যানি, মেহেদী হাসান, সাঈদা কামরুন্নাহার স্বর্ণা, কবির হোসেন ও মো. শাহীন বেপারি কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইয়াকুব আলী নরভিক হাসপাতালে এবং রিজওয়ানুল হক ওম হাসপাতালে চিকিৎসাধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist