reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মার্চ, ২০১৮

বিজিবির অভিযান

১৭৭ কোটি ৫৮ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারিতে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করে। এ ছাড়া মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১১ জন আটক করা হয়। গত শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, আট হাজার ৭৪২ বোতল বিদেশি মদ, ৮৮ লিটার বাংলা মদ, ১১ হাজার ১৪ ক্যান বিয়ার, ৩২ হাজার ৪৩৮ বোতল ফেনসিডিল, এক কেজি ১৯০ গ্রাম গাঁজা, সাত কেজি ০১১ গ্রাম হেরোইন, ৪৩ হাজার ২১৩টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন দুই হাজার ৮৯০টি এবং তিন লাখ ২৯ হাজার ৫২৬টি অন্যান্য ট্যাবলেট। এ ছাড়া নয় কেজি ৫৮৬ গ্রাম স্বর্ণ, ১২ হাজার ৮৬৫টি শাড়ি, দুই হাজার ৩৭৬টি থ্রি-পিস ও শার্ট-পিস, দুই হাজার ৫৪৭ মিটার থান কাপড়, ৯০২টি তৈরি পোশাক ও ৪১ হাজার ১৯৪ সিএফটি কাঠ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১২টি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, দুটি হাত বোমা এবং ৪২টি ককটেল।

এসব অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়। ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে তিনজন ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বিজিবি ৮৫ কোটি ৮২ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist