সংসদ প্রতিবেদক

  ০১ মার্চ, ২০১৮

শেষ হলো শেষ বছরের প্রথম সংসদ অধিবেশন

শেষ হলো দশম সংসদের ১৯তম অধিবেশন। চলতি বছরের ৭ জানুয়ারি বছরের প্রথম এই অধিবেশন শুরু হয়। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বক্তব্য দেন। পুরো অধিবেশনজুড়ে তার ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন। অধিবেশন শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী ভাষণ দেন। পরে সন্ধ্যা ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন শেষ-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান। সমাপনী বক্তব্যে স্পিকার জানান, এবারের অধিবেশনে ৩৫টি কার্যদিবসে ১৫টি বিল পাস হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়েছে ৬৪ ঘণ্টা ৯ মিনিট। এতে সরকার ও বিরোধী দলের ২৩৩ জন এমপি অংশ নেন।

এ ছাড়া কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ২০৪টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ১৮টি গৃহীত এবং ১১টি নোটিশ আলোচিত হয়। একইসঙ্গে ৭১-এর ‘ক’ বিধিতে ৩৭টি নোটিশ নিয়ে আলোচনা হয়। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২১৩টি প্রশ্ন পাওয়া যায়; যার মধ্যে ৮৮টি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য তিন হাজার ২৫৮টি প্রশ্ন পাওয়া যায়; যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন দুই হাজার ২৫৮টি প্রশ্নের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist