আদালত প্রতিবেদক

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে শিমুল বিশ্বাস

তিন দফা ১৫ দিন রিমান্ড শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে নতুন দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ আরো ২০ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত এ রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এ আদেশ দিয়েছেন।

শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জানান, পুলিশ ২০১৫ সালে গুলশান থানায় করা নাশকতার একটি মামলায় এবং চলতি মাসে বংশাল থানায় করা আরো একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে। নতুন এ দুই মামলায় পুলিশ তার ২০ দিনের রিমান্ড চেয়েছিল। আমরা শিমুলের জামিন আবেদন করেছিলাম। কিন্তু আদালত জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় শেষে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত থেকে গ্রেফতার করার পর প্রথমে শাহবাগ থানার একটি মামলায় শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানার আরেকটি মামলায় তাকে আরো পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist