জবি প্রতিনিধি

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

মার্চে জবির শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন তিনটি বাস

আগামী মার্চ মাসের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আসছে ৫২ সিটের নতুন তিনটি বাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে দূর-দূরান্ত থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসে। তাদের এই যাতায়াত স্বাচ্ছন্দ্যময় করার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি তিনটি ৫২ সিটের বাসের মূল্য পরিশোধ করা হয়েছে। মার্চের মধ্যেই প্রয়োজন বুঝে শিক্ষার্থীদের জন্য কেনা বাস তিনটি বিভিন্ন রুটে দেওয়া হবে। ’এই তিনটি বাস আসার পর আরো দুটি বাস ক্রয়ের প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পক্ষ থেকে একটি এসি বাস উপহার দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে। জানা যায়, শিক্ষকদের জন্য বরাদ্দ দেওয়া হবে বাসটি। এর পর পরই শিক্ষার্থীদের জন্য তিনটি বড় বাস আসা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য আশাজাগানিয়া সংবাদ বলে মনে করছে শিক্ষার্থীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist