সংসদ প্রতিবেদক

  ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

রেলস্টেশনে স্ক্যানার বসানোর সুপারিশ সংসদে

ট্রেন ও ট্রেনের যাত্রীর নিরাপত্তার স্বার্থে শিগগিরই রেলস্টেশনগুলোতে স্ক্যানার মেশিন স্থাপনের জন্য সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল রোববার স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের জন্য কমিটি সুপারিশ করে। কমিটি ভারতের রেলওয়ের প্রকৌশল বিশ^বিদ্যালয় পরিদর্শন করে বাংলাদেশে একটি রেলওয়ে প্রকৌশল বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ করে। গতকাল সংসদ ভবনে এই কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠক হয়। এ সময় কমিটির সদস্য রেলপথমন্ত্রী মুজিবুল হক, মোসলিম উদ্দিন, সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশ নেন।

বৈঠকে কমিটির সদস্যরা রেলস্টেশন ও যাত্রীদের নিরাপত্তার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে স্টেশনগুলোতে স্ক্যানার মেশিন বসানো, চলন্ত ট্রেনে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো, প্রয়োজনে চলন্ত ট্রেনে যাত্রীদের সন্দেহজনক মালামাল পরীক্ষাকরণসহ নিরাপত্তার সার্বিক বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া রেলওয়ের ক্যাটারিং সার্ভিসের মান বাড়ানোর সুপারিশ এসেছে বৈঠকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist