প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

রাখাইনে ৩ স্থানে বোমা বিস্ফোরণ

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতুইরতে উচ্চপর্যায়ের এক সরকারি কর্মকর্তার বাসভবন প্রাঙ্গণসহ তিনটি স্থানে বোমা বিস্ফোরিত হয়েছে। গতকাল শনিবার ভোরে রাখাইন রাজ্যের রাজধানী সিতুইর তিনটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। খবর এএফপি। নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমার পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ‘সিতুইর তিনটি স্থানে বোমার বিস্ফোরণ ঘটে এবং অবিস্ফোরিত অবস্থায় তিনটি বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হলেও তা তেমন গুরুতর কিছু না।’ ওই কর্মকর্তা আরো জানান, শনিবার স্থানীয় সময় রাত ৪টার দিকে রাজ্য সরকারের সেক্রেটারির বাসভবন প্রাঙ্গণ, একটি অফিস ও সমুদ্রসৈকত অভিমুখী একটি সড়কে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতা চলছে। গত বছরের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী অভিযান চালিয়ে নির্বিচারে হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন দেওয়া শুরু করলে বাধ্য হয়ে রোহিঙ্গারা জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে। এ ছাড়া আগে থেকেই সেখানে অবস্থান করছে কয়েক লাখ রোহিঙ্গা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist