রংপুর প্রতিনিধি

  ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

এলজিইডির কর্মশালা

‘রংপুর বিভাগে ২০০০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে’

এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেছেন, চলতি অর্থবছরে রংপুর বিভাগে এলজিইডির আওতায় ২০০০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে। গতকাল শনিবার দিনব্যাপী রংপুর প্রাইম মেডিক্যাল হল রুমে আয়োজিত রংপুর বিভাগের উন্নয়ন কার্যক্রম বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

ওই কর্মশালায় এলজিইডির সদর দফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জয়নাল আবেদীন (রক্ষণাবেক্ষণ), অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুর মোহাম্মদ (নগর ব্যবস্থাপনা), তত্ত্বাবধায়ক প্রকৌশলী , আমজাদ হোসেন (রংপুর বিভাগ), রংপুর নির্বাহী প্রকৌশলী আকতার হোসেনসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকবৃন্দ, রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর ও দিনাজপুর অঞ্চলসহ রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন পর্যায়ের ৪০০ জন কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।

কর্মশালায় চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতভাগ কাজ বাস্তবায়ন নিশ্চিতকরণে প্রধান প্রকৌশলী উপস্থিত সকলকে দিকনির্দেশনা দেন। এই কর্মকর্তা ছিটমহলবাসীর আর্থ সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নে গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist