প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

লন্ডনে হামলা

জড়িতদের নাগরিকত্ব বাতিলের দাবি রিয়াদ আওয়ামী লীগের

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের নাগরিকত্ব বাতিলের দাবি উঠেছে। গত বুধবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় বক্তারা এই দাবি জানান। তাদের মন্তব্য, ‘দূতাবাসের ভেতরে ঢুকে যারা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে, তারা জাতি হিসেবে বাঙালি হতে পারে না।’

ওইদিন সকালে দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা। শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এতে বক্তব্য দেন রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ শাহবাজসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ চিকিৎসক ও প্রকৌশলী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন। পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় কেন্দ্র করে গত ৭ ফেব্রæয়ারি যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়। বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিএনপি নেতাকর্মীরা স্মারকলিপি দেওয়ার নামে জোর করে হাইকমিশনে প্রবেশ করে। এরপর তারা হাইকমিশনের কর্মীদের ওপর হামলা চালায় ও আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist