নিজস্ব প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

পিএইচডি ডিগ্রি লাভ আইনজীবী এনামুলের **

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এনামুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্গত ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদদীনের তত্ত¡াবধানে রচিত ‘বাংলাদেশের যুব উন্নয়ন প্রকল্প : কতিপয় সরকারি রাজস্বভুক্ত প্রকল্পের ওপর পরিচালিত একটি সমীক্ষা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি এ ডিগ্রি লাভ করেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা তাকে এ ডিগ্রি দেয়। অ্যাডভোকেট ড. মো. এনামুল হক জাতীয় পার্টি থেকে নওগাঁ- ৪ (মান্দা) আসনে চারবার নমিনেশন পান ও দুইবার (১৯৯৬ ও ২০১৪ সালে) সংসদ সদস্য হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেন। তার বাবা কফিলউদ্দীন একই আসন থেকে জাতীয় পার্টির নির্বাচিত এমপি ছিলেন। ড. মো. এনামুল হক আইন পেশার পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist