নিজস্ব প্রতিবেদক

  ১০ ফেব্রুয়ারি, ২০১৮

কোনো কিছু ঘটানোর চেষ্টা করে লাভ হবে না : তোফায়েল

বিএনপির ২০১৩, ১৪, ১৫ সালের আন্দোলনের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় তবে কোনো লাভ হবে না। তিনি বলেছেন, ২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার জন্য ২৪ জন পুলিশ, চারজন প্রিসাইডিং অফিসার, ৫০০ বুথ পুড়িয়ে দিয়েছিল। কিন্তু যারা এটা করেছিল তাদের লাভ হয়নি। গতকাল শুক্রবার শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, মাঝে মধ্যে কয়েকটি দল রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করতে চায়। ২০১৩ সালে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করার জন্য মসজিদের জায়নামাজ, কোরআন শরিফ পুড়িয়েছিল। মায়ের কোল খালি করেছিল। কিন্তু লাভ হয়নি।

মন্ত্রী বলেন, আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় তবে কোনো লাভ হবে না। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য কিছু কুচক্রী মহল সরকারকে বিব্রত করার জন্য প্রশ্নপত্র ফাঁসের নামে আমাদের সম্মান ক্ষুণ্ন করছে। এ ব্যাপারে আমাদের আরও সতর্ক এবং যত্নবান হতে হবে। কলেজ পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist