চট্টগ্রাম ব্যুরো

  ০৫ ফেব্রুয়ারি, ২০১৮

খালেদার রায়ের দিন চট্টগ্রামের ৬ স্পটে অবস্থান নেবে বিএনপি

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। ওইদিন চট্টগ্রাম নগরীর ৬টি স্পটে অবস্থান নেবে বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদের এদিন রাজপথে শান্তিপূর্ণ অবস্থান নিতে দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, মামলার রায়কে সামনে রেখে হঠাৎ পুলিশি গ্রেফতার অভিযানে শীর্ষ ও মাঠপর্যায়ের নেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা জানান, গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে কৌশল পাল্টে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, রায়ের দিন নেতাকর্মীকে রাজপথে নামার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। রায় বিরুদ্ধে গেলে রাজপথে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে।

প্রতিটি নেতাকর্মী যাতে ওইদিন রাজপথে থাকে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের মধ্যে কেউ মাঠে উপস্থিত না থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নগরীর ৬টি স্পটে দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন। তবে কৌশলগত কারণে সেসব স্পটের নাম আমরা প্রকাশ করছি না। আশা করছি, ছয়টি স্পটে সাধারণ মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist