নিজস্ব প্রতিবেদক

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৮

পুলিশকে আরো শক্তিশালী করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধ দমনে ও জঙ্গি নির্মূলে দারুণ দক্ষতা দেখিয়েছে পুলিশ। ইতোমধ্যে পুলিশ বাহিনীর অনেক উন্নয়ন হয়েছে। আরো শক্তিশালী করা হবে পুলিশ বিভাগকে। গতকাল শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের নতুন মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ডিএমপিতে ৩৪ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। জনসংখ্যা অনুযায়ী, ৫৮৮ জনের নিরাপত্তায় রয়েছে একজন পুলিশ। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ যতভাগ সফলতা দেখিয়েছে তার বেশিরভাগই করেছে ডিএমপি। বিশেষ করে এর সিংহভাগ কৃতিত্ব ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি)। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জঙ্গিবাদসহ যেকোনো ধরনের অপরাধ রোধে ডিএমপির কার্যক্রম তুলে ধরেন।

এ সময় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আক্তারুজ্জামান, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, চিত্রনায়ক ফারুক, ইলিয়াস কাঞ্চন, আইনজীবী তুরিন আফরোজ, সাবেক আইজিপি ড. এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ডিএমপি সদর দফতর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি রাজারবাগ পুলিশলাইনসে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠানস্থলে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist