প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৮

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার বরিশালের পিরোজপুরে এক আওয়ামীলীগ নেতা, গাজীপুরে দুজন ও কুমিল্লার মনোহরগঞ্জে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

পিরোজপুর (বরিশাল) : জেলার মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৩৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের মাদার্শী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুদ উপজেলার মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের (বাঁশবুনিয়া) সাধারণ সম্পাদক ছিলেন।

গাজীপুর : ভোগড়া-পেয়ারাবাগান এলাকার ঢাকা বাইপাস সড়কে বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুক্তাগাছার লোকমান আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩০) ও ফরিদপুরের রহমত আলী মোড়লের ছেলে রতন মোড়ল (৪৭)। নাওজোড় হাইওয়ে থানার এসআই বিনয় কুমার সরকার জানান, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাওয়ার পথে পেয়ারাবাগানে এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লেগুনার পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নোয়াখালী থেকে ছেড়ে আসা হিমাচল বাসের ধাক্কায় নিহত হয়েছে তামিম হোসেন (৬ ) নামের এক শিশু। তামিম উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের আবদুল ওহাবের ছেলে। জানা গেছে, শিশুটি মহাসড়কের নাথেরপেটুয়া বাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা হিমাচল বাস শিশুটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে সে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জামির হোসেন জিয়া। হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist