নিজস্ব প্রতিবেদক

  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

হামলাকারীদের রক্ষা নেই : তোফায়েল

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর ওপর হামলা করে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রফতানি বাড়ানোর লক্ষ্যে ১৬টি দেশের অংশগ্রহণে গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘১৩তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৮’ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি এ প্রোগ্রামে বসে অনলাইনে দেখলাম, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মঙ্গলবার যে ঘটনা ঘটেছে, এটি নাকি অনুপ্রবেশকারীরা করেছে। তার এ কথার পরিপ্রেক্ষিতে বলতে হয়, হামলার ঘটনা কারা ঘটিয়েছে টিভিতে সবই দেখেছে দেশবাসী। এর আগে তারা ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে বিভিন্ন অরাজকতা করেছে। কোরআন শরিফ পুড়িয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। তাদের নেত্রীর আদালতে প্রায় প্রতিটি হাজিরায় যাওয়া কিংবা আসার সময় গোলযোগ হয়। গোলযোগ ও অরাজকতা করে লাভ নেই। এসব করে কেউ ক্ষমতায় আসতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। গতকাল তারা যে কাজ করেছে, তারা ভুল করেছে। এর মাশুল তাদের দিতেই হবে।’

তিনি আবারও বলেন, ‘অনুপ্রবেশকারী নাকি বিএনপির নেতাকর্মীরাই পুলিশের ওপর হামলা, প্রিজন ভ্যান ও অস্ত্র ভাঙচুর এবং আসামি ছিনতাই করেছে তা দেশবাসী দেখেছে। ফখরুলের এমন বক্তব্যের পর আমার দুঃখ প্রকাশ ও ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু বলার নেই।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘এর আগে আমরা বিএনপিকে ডেকেছি। তারা আসেনি। সংলাপের আর প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আসছে ডিসেম্বরই নির্বাচন করবে নির্বাচন কমিশন। যারা আসার আসবে, যারা আসবে না তারা ভুল করবে।’

বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist