কক্সবাজার প্রতিনিধি

  ৩১ জানুয়ারি, ২০১৮

কক্সবাজারে স্বস্তি

শৈবাল থেকে সরানো হলো ওরিয়নের সাইনবোর্ড

বিতর্ক ও আন্দোলনের মুখে কক্সবাজারের পর্যটন মোটেল শৈবালে স্থাপিত ওরিয়ন গ্রুপের সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শৈবাল কর্তৃপক্ষ এই সাইনবোর্ডটি সরিয়ে দেয়। এদিকে এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন কক্সবাজারের সম্পদ রক্ষা আন্দোলনের নেতারা।

শৈবালের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যটন করপোরেশনের প্রকল্প পরিচালক মো. মহসিনের নির্দেশে সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে হঠাৎ কয়েকজন লোক এসে ওরিয়ন গ্রুপের ওই সাইনবোর্ডটি পুঁতে দিয়েছিলেন। সাইনবোর্ডে লেখা ছিল, ‘Development Tourism Resort & Entertainment Village at Parjoton Holiday Complex’ নামে এই সাইনবোর্ডটি পুঁতানোর পর হঠাৎ আলোচনায় আসে শৈবাল। এর মাধ্যমে কক্সবাজারের মানুষ জেনে আসছিলেন শৈবালকে ওরিয়ন গ্রুপের কাছে লিজ দেওয়া হচ্ছে।

পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আবু শাহদাত মো. সায়েম ডালিম বলেন, ‘শৈবালকে ওরিয়ন গ্রুপের কাছে লিজ দিতে ২০০৯ সালে প্রক্রিয়া শুরু করে পর্যটন করপোরেশন। কিন্তু দীর্ঘদিন বিষয়টি ধামাচাপা রাখা হয়। ওরিয়ন গ্রুপ সাইনবোর্ড টাঙানোর পরই বিষয়টি কক্সবাজারের মানুষ জানতে পারে। পাঁচ হাজার কোটির টাকার স¤পদ মাত্র ৬০ কোটি টাকায় পানির দামে লিজ দেওয়ার প্রতিবাদে কক্সবাজারের মানুষ আন্দোলনে নামে। তবে সাইনবোর্ড সরানোয় আমরা স্বস্তি প্রকাশ করছি। কিন্তু আমরা লিজ হতে দেব না, সব প্রক্রিয়া ঠেকাব।’

কক্সবাজারের সম্পদ রক্ষা আন্দোলনের মুখপাত্র এইচ এম নজরুল বলেন, ‘পর্যটন করপোরেশন তথা কক্সবাজারবাসীর অমূল্য স¤পদ শৈবাল। কিন্তু পাঁচ হাজার কোটি টাকা মূল্যের এ মোটেলটি পর্যটন করপোরেশন গোপনে মাত্র ৬০ কোটি টাকায় বিতর্কিত ওরিয়ন গ্রুপকে লিজ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা তা হতে দেব না। কারণ এটা জনগণের স¤পদ। আমরা যেকোনো মূল্যে এ লিজ প্রক্রিয়া ঠেকাব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist